নেলসন ম্যান্ডেলার সেরা ১০ উক্তি
প্রকাশিত : ১১:২৮, ৫ জানুয়ারি ২০২১
সারা বিশ্বে যে সকল মহানায়ক গত হয়েছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক হলেন নেলসন ম্যান্ডেলা। তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে নিগ্রো জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। আর এই সংগ্রামে অংশ নিয়ে তিনি জীবনের ২৭টি বছর কাটিয়েছেন কারাগারে। তার হাতেই অত্যন্ত দক্ষতার সাথে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণ ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস পায়। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট (১৯৯৪-১৯৯৯) ছিলেন।
আজ তার মৃত্যুবার্ষিকী। এ দিনে জীবন বদলে দেওয়ার মতো তার ১০টি উক্তি জেনে নিন-
১) আশাবাদ সম্পর্কে যেখানে একসময় থাকে বেদনার বসবাস, খেলাধুলা সেখানে করতে পারে আশাবাদের চাষ।
২) ক্ষতি সম্পর্কে কোনো মানুষ বা প্রতিষ্ঠান আমার মর্যাদা হরণ করতে চাইলে পরাজয় তারই হবে।
৩) মানবিকতা সম্পর্কে মানুষের মৌলিক অধিকার অস্বীকার করা তার মানবিকতাকে চ্যালেঞ্জ করার শামিল।
৪) অর্জন সম্পর্কে পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে তুমি যতটা অর্জন করতে পারবে, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।
৫) সমাজ সম্পর্কে সমাজে এমন অনেক লোক আছেন যারা বিশেষ কোনো পদমর্যাদার অধিকারী নন। কিন্তু সমাজের উন্নতিতে তাদের ভুমিকা এবং অবদান অনেক।
৬) ক্ষমা সম্পর্কে শান্তির খাতিরে কাউকে ক্ষমা করে দিতে কখনোই ভয় পায় না সাহসী ব্যক্তিরা।
৭) শিক্ষা সম্পর্কে শিক্ষা হচ্ছে এমন এক শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পুরো বিশ্বকে বদলে দিতে পারো।
৮) নেতৃত্ব সম্পর্কে বিজয় উদযাপনকালে ও সুসময়ে পেছন থেকে নেতৃত্ব দেওয়া ভালো, অন্যদের ভাবতে দিতে হবে যে তারাই সামনে আছে। তুমি তখনই সামনে আসতে পারো যখন সম্মুখে বিপদ; তাহলেই জনগণ তোমার নেতৃত্বকে মূল্যায়ণ করবে।
৯) বর্ণবাদ সম্পর্কে আমি বর্ণবাদকে ঘৃণা করি, কারণ এটাকে আমি বর্বর জিনিস হিসেবে বিবেচনা করি। বর্ণবাদ- সে কালো বা সাদা যার কাছ থেকেই আসুক না কেন।
১০) যোগাযোগ সম্পর্কে তুমি যদি সাধারণ ভাষায় মানুষের সাথে কথা বলো, তাহলে সে বুঝবে; কথা মাথায় ঢুকবে। আর তুমি যদি তার ভাষায় কথা বলো তাহলে সেটা তার হৃদয়ে গেঁথে যাবে।
এসএ/